
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ)প্রতিনিধি:-
মিঠামইনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাএা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিতে একটি টি বিশাল মঙ্গল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরি আশ্রমে এসে শেষ হয়।আলোচনা সভার সভাপতিত্ব করেন,ভানু রঞ্জন বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো: শোয়েব শাত-ঈল ইভান।আলোচনায় অংশ নেয়, উওম কুমার দাস (শিক্ষক), অকিল চন্দ্র দাস (শিক্ষক), নগরবাসী দাস ( শিক্ষক), মুক্তিযোদ্ধা কুটিল চন্দ্র দাস,বিজয় কর রতন (সাংবাদিক), নগেন্দ্র চন্দ্র দাস, মো: আবদুল্লাহ মিয়া( সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক উপজেলা বি,এন,পি)মো: আহসান হাবীব ( ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা), এড,মো: জাহিদুল আলম জাহাঙ্গীর ( সভাপতি উপজেলা বি,এন,পি মিঠামইন) অনুষ্ঠান পরিচালনায় বিপ্লব চক্রবর্তী।
অনুষ্ঠানে মহিলা পুরুষ সহ প্রায় ৫ শতাধিক ভক্ত বৃন্দ অংশ নেয়। মিঠামইনে এই প্রথম মঙ্গল শোভাযাত্রায় মহিলা অংশ নিয়েছেন। অনুষ্ঠান শেষে ভক্ত বৃন্দের জন্য মহা প্রসাদের ব্যবস্হা কর হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.