
তপন দাস, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এবং একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান রূপান্তরে দাবিতে চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা আট দফা দাবি জানায়। দাবী আদায় না হলে ক্লাস বর্জন করবে বলে জানান শিক্ষার্থীরা।
বুধবার (২৮ই আগস্ট) সকালে চিলাহাটি মাদ্রাসার অধ্যক্ষের নিকট ৮ দফা দাবি পেশ করে শিক্ষার্থীরা। চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাদ্রাসা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে কেনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে ৮ দফা দাবি জানান, আব্দুর রহমান। এসময় তিনি - মাদ্রাসায় ছাত্রসংসদ প্রতিষ্ঠা,শিক্ষার যথাযথ পরিবেশ নিশ্চিত,শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত,শ্রেণিকক্ষে শিক্ষকদের নিয়মিত পাঠদান নিশ্চিত, নির্ধারিত সময়ের পাঠদান, অতিরিক্ত ফি ধার্য্য না করা, শিক্ষকদের সদাচরণ নিশ্চিত ,ক্লাস চলাকালীন বহিরাগত প্রবেশ বন্ধ,ইসলামি সাংস্কৃতিক চর্চার দাবি পেশ করেন।
এ সময় শিক্ষার্থী মোঃ তুহিন ইসলাম ও সালমা আক্তার জানান, এই দাবীগুলো আমরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগেও জানিয়েছি।তারা আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা আবারও আজকে দাবি জানিয়েছি। যতক্ষণ দাবি মানবে না তখন আমরা শ্রেণিকক্ষে ফিরবো না। এবিষয়ে চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জাকির হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমরা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করার চেষ্টা করবো।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.