
মোহাম্মদ কেফায়েত উল্লাহ, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) থেকে:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১২ ঘটিকার দিকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা'র অপসারণের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সম্প্রতি খাগড়াছড়ি জেলা সফরে এসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সুশীল সমাজের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পাহাড়ে বসবাসরত বাঙ্গালিদের অ-পাহাড়ি বলে আখ্যায়িত করেন।
পাহাড়ে বসবাসকারি বাঙ্গালিরা তার এ বক্তব্যকে অনভিপ্রেত ও সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হিসেবে বিবেচনা করছেন। ফলে এ অঞ্চলের হিন্দু-মুসলিম ও বড়ুয়া সম্প্রদায়ের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হয়।
মাটিরাঙ্গা উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে শিক্ষার্থীদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা'র অপসারণের দাবিতে শ্লোগান দিতে দেখা যায়।
ছাত্র নেতা মো. ফয়েজ উল্লাহ'র নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.