ওমর ফারুক
শাওন আহমেদ সাদ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
পাইকারচর ইউনিয়নের চরভাসানিয়া ঈদগাহের ইমাম মাওলানা হাবিবুর রহমানের বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে বলে জানিয়েছেন হাবিবুর রহমান।
এসময় মাওলানা হাবিবুর রহমান আরো জানান, আজ ৩০-ই আগস্ট শুক্রবার রাত আনুমানিক -৩ টায় ঘরের দর্জা দিয়ে প্রায় ৬/৭ সদস্যের একটি দল ঘরে ঢুকলে আমরা সজাগ হয়ে যাই,এতে আমার এবং আমার ছেলে রিফাত এর উপর আঘাত করে ডাকাত দল,আমার স্ত্রী হাবিবা সুলতানার মুখেও আঘাত করে।তারপর তারা ঘরে থাকা ৪ ভরি স্বর্ণ,নগদ ৫ হাজারের মতো টাকা,আর ২ টা মোবাইল নিয়ে চলে যায়।
নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নের কন্দ্রপদী কবরস্থানের পাশে পুরানচর গ্রামে নিজের বাড়িতে থাকতেন মাওলানা হাবিবুর রহমান। তিনি চরভাসানিয়া ঈদগাহে প্রায় ৩৩ বছর যাবৎ ইমামতি করছেন এছাড়াও তিনি এমপিওভুক্ত একটি মাদ্রাসার শিক্ষক।
বিগত সময়ে স্থানীয় চরভাসানিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি হাবিবুল্লাহ বিভিন্ন সময় ওনার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছিলেন। এখন গ্রামের অনেকেই ধারনা করেন মুফতি হাবিবুল্লাহ এর যোগসাজশে তার পন্থীয় কিছু লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে৷
ইদানীং পাইকারচরে ডাকাতির উৎপাত বেড়েই চলেছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সচল হয়ে রাতের পুলিশি পাহাড়া জোরদার করা না হলে এমন ঘটনা বেড়েই চলবে বলে মনে করেন এখানাকার স্থানীয়রা।
কারন হিসেবে জানিয়েছেন, বিগত সময়ে পুলিশি পাহাড়া থাকা স্বত্তেও পাইকারচরের ডাকাতি কমানো যাচ্ছিলো না,পরবর্তীতে পুলিশি পাহাড়া আরো জোরদার করার ফলে মাঝখানে কিছুটা কমেছিল ডাকাতির প্রকপ, বর্তমান আইনশৃঙ্খলার অবনতিতে পূর্বের রূপে ডাকাতি বেরে চলেছে পাইকারচরে।

