
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী হতে:
বর্তমান বন্যা পরিস্থিতি আরো খারাপ হওয়ায় মানবিক সহায়তা-ত্রাণ কার্য পরিচালনা বা বানভাসিদের স্বেচ্ছাসেবী, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো অনুদান নিয়ে তাদের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসিংদী শাখার উদ্যোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুণর্বাসন কেন্দ্র ও সায়দাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের হিন্দু পল্লীসহ প্রায় দুইশত পরিবারের জন্য খেলাফত আন্দোলন নরসিংদী শাখার উদ্যোগে অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন নরসিংদী শাখার আমির মাও. মুশাররফ হোসাইন, সাধারণ সম্পাদক মাও. খাইরুল ইসলাম ফরাজী, সহ সাংগঠনিক সম্পাদক মাও. লুৎফর রহমানসহ নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দ!
এসময় সায়দাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের প্রবীণ সদস্য ও কবি আবুল বাসার সহায়তা প্রদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, " এতদূর হতে আমাদের জন্য সহায়তা করতে আসায় আপনাদের প্রতি কৃতজ্ঞ"!
হিন্দু পল্লীতে নরসিংদী জেলা শাখার সভাপতি মাও. মোশাররফ হোসাইন রায়পুরী বলেন, " অনেকে গুজব ছড়ায়, আপনারা এখানে নিরাপদ নন! এসব কথায় কান দিবেন না। আমরা প্রতিবেশি ভাই। একসাথে আমাদের বসবাস।"
এসময় অনুদান প্রদানকারীদের সার্বিক সহযোগিতা করেন সায়দাবাদ ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন ও জিরুইন গ্রামের স্বেচ্ছাসেবকগণ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.