
আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরে চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন হত্যা মামলার প্রধান ২ আসামীদের গ্রেফতার করেছে র্যাব ১৪। ৩১ আগস্ট (শনিবার) দুপুরে র্যাব ১৪ সিপিসি ১ জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল শেরপুর সদর উপজেলার চরখচ্চর এলাকা থেকে চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামী মোঃ রায়হান (৩০), আঃ সালাম (৫০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত আসামীদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব ১৪ সিপিসি ১ জামালপুরের এক লিখিত প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, নিহত সাজ্জাদ হোসেন এর সাথে পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত আসামিগন ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গত ২১ আগস্ট বিকেলে নিহতের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রদ্বারা নিহত সাজ্জাদ হোসেন কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করলে তাকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে নিহত সাজ্জাদ হোসেনের স্ত্রী মোছাঃ নাছিমা আক্তার বাদী হয়ে উল্লেখিত ঘাতকদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং: ১৯) দায়ের করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.