ওমর ফারুক
মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি,
লাখাইয়ে সবুজ সাথী পুরুষ্কারে ভূষিত হলেন পরিবেশকর্মী ও লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন।
শুক্রবার (৩০ আগষ্ট) দুপুর বেলা লাখাইয়ের হাওরাঞ্চলে ধরিত্রী রক্ষায় আমরা( ধরা) ও ওয়াটার কিপারর্স বাংলাদেশ এর উদ্যোগে ফলদ ও ঔষধী গাছের চারা রোপন কর্মসূচীর পালন কালে সংক্ষিপ্ত আলোচনা শেষে এ পুরুষ্কার প্রদান করেন বৃক্ষ রোপন কর্মসূচীর প্রধান অতিথি ওয়াটার কিপারর্স বাংলাদেশ এর সমন্বক ও ধরার সদস্য সচিব শরিফ জামিল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ সংগঠন ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠা সভাপতি আইনজীবী মনসুর উদ্দিন আহমেদ ইকবাল,কবি ও পরিবেশ সংগঠক তাহমিনা বেগম গিনি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।

