
মাহমুদুল হাসান মাহফুজ,নরসিংদী:
কৃষি আবাদি জমি, বসতবাড়িসহ সরকারি জমি অন্যায় ভাবে জোর করে দখল, ও ছিন্নমূল নাগরিকদের গৃহহীন করায় নরসিংদী ২ আসনের পলাশের সাবেক এমপি, সাবেক মেয়র ও কাউন্সিলরের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ এলাকাবাসি।
আজ শনিবার (৩১ আগস্ট) ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্থ শতাধিক গ্রামবাসী অংশ নেয়।
মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগের শাসনামলে পলাশের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান দিলিপ, তার ভাই সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন, ও ঘোড়াশাল পৌর সভার সাবেক মেয়র আল-মুজাহিদ তুষার কাউন্সিলরদের সহযোগীতায় এলাকার ছিন্নমূল মানুষদের বরাদদ্ধকৃত সরকারি জমি জোর পূর্বক দখল করে নিয়ে নেয়।
এতে করে গড়পাড়া গ্রামের শতাধিক গরিব অসহায় মানুষ গৃহহীন হয়ে পড়ে। তাদের ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জমি ফিরিয়ে দেওয়াসহ তাদের বিচারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
এসময় বক্তব্য রাখেন, গড়পাড়া গ্রামের আজিজুল ইসলাম, সমাজসেবক দিলারা বেগম, আব্দুল সাত্তার, অহিলউদ্দিন, সাহেরা খাতুনসহ ক্ষতিগ্রস্থরা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.