
মাহমুদুল হাসান মাহফুজ ,নরসিংদী জেলা প্রতিনিধি :
নরসিংদীতে লিজন মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে পৌর শহরের বাসাইল শাহি ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। নিহত লিজন মোল্লা বাসইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং জেলা মৎসজীবীলীগের কার্যকরী সদস্য ছিলেন।
স্থানীয়রা জানায়, বাসাইল এলাকায় ট্রমা সেন্টারে কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে বের হন লিজন মোল্লা। এসময় ঈদগাহ মাঠের কাছে পৌছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা দূর্বৃত্তরা তার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে তাকে ছুরিকাঘাতে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, মৃত অস্থায় হাসপাতালে নেয়া হয়েছে লিজনকে। শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.