
নিউজ ডেস্ক:
ঢামেক চিকিৎসকদের আন্দোলন ও কর্মবিরতির কারণে ১০ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর চালু হলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সেবা।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগের টিকিট কাউন্টার খোলা হয়। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, আমরা হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবা চালু করেছি এখন। এখানে চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছি। জরুরি বিভাগের পাশাপাশি আইসিইউ, সিসিইউ, এচডিইউসহ জরুরি স্বাস্থ্যসেবাগুলো চালু হয়েছে। আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন। সেই কারণে রোববার সকাল সাড়ে ৯টা থেকে ঢামেক হাসপাতালের জরুরি সেবা বন্ধ ছিল।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.