
হারুন শেখ, রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে জোরপূর্বক জমি দখল নিতে হামলা ও খোঁয়াড়ে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষরা ধারালো দা,কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে প্রায় ২০, ২৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আলাউদ্দিন ও তার পরিবারের উপর পরিকল্পিত হামলা করেছে বলে ওই ভুক্তভোগী অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার ৩১ আগষ্ট সকাল সাড়ে ৯ টায়। সরেজমিনে গিয়ে খোঁয়াড়ে অগ্নি সংযোগ ও বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলার সত্যতা দেখা যায়।
এসময় ভুক্তভোগী আলাউদ্দিন সেখ আরো জানান, জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষ আব্দুল ওহাব শেখসহ আরো১৬ জন ওই জমি দাবি করে ২০২৩ সালে বাগেরহাট বিঞ্জ আদালতে আমিসহ মোট ৩১ জনকে বিবাদী করে একটি বাটোয়ারা মামলা দায়ের করেন যার নং- ৩৮৩। তফসিল বর্নিত উপজেলার ঝনঝনিয়া মৌজার সিএস ৩৪ নং খতি য়ানের ৩.৮০একর জমি যাহা এস এ ৩৩ নং । অথচ ওই মামলা নিষ্পত্তি না হতেই সরকার পরিবর্তনের পর জোরপূর্বকভাবে তারিক, তুহিন, রাহুল, আলামিন, ফরিদ, ওহাব, রিপন, মনি, মুছা,ইয়াসমিনসহ প্রায় ২০/২৫ জন সন্ত্রাসীদের নিয়ে ওই সম্পত্তি দখলের পায়তারা করে।
এসময় তাদের হাতে ধারালো দা, কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এছাড়াও খোঁয়াড়ে আগুন লাগিয়ে ত্রাসসৃষ্টি করে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা এর আগেও বেশ কয়েকবার ওই সম্পত্তি দখল নিতে চেষ্টা চালায়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত মামলায় যে রায় দিবে তা আমরা মেনে নিবো। ওই জমি দীর্ঘ কয়েকবছর আমাদের ভোগদখলকারী হিসাবে সেখানে বসতি ঘর ও বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছ লাগিয়েছি। প্রতিপক্ষরা ওই সম্পত্তি দখল নিতে চেষ্টাকালে বিভিন্ন গাছপালা কেটে ও খোঁয়াড়ে আগুন ধরিয়ে দিয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি করেছে।
এবিষয়ে অভিযুক্ত আব্দুল ওহাব শেখের কাছে জানতে চাইলে তিনি উল্টো অভিযোগ করে বলেন, ওই সম্পত্তি আমরা পাবো। তারা জোরপূর্বক দখলে রয়েছে। খোঁড়ায়ে আগুন তারাই লাগিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে। তবে মামলা করে মামলা নিষ্পত্তি না হওয়ার আগে ওই জমি দখল নেওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তার কোন সদুত্তর দিতে পারেননি আব্দুল ওহাব।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.