
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
জন্মদিনে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন রাজনৈতিক নেতৃত্বের অহংকার প্রজ্জ্বলিত বাতিঘর, মানবতার ফেরিওয়ালা, নেতৃত্বের আইডল, সময়ের সাহসী নারী জাগরণ এর বলিষ্ঠ কন্ঠ আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন) এর ৪৭তম জন্মদিন উপলক্ষে লাল গোলাপ, রজনীগন্ধাসহ নানা ফুলের শুভেচ্ছায় কেটেছে তার । সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিশেষ এ দিনটিতে তাকে শুভেচ্ছা জানাতে আসেন ।
আহমেদ নেওয়াজ চৌধুরী ও ওয়াহিদা বেগম দম্পতির ৩য় সন্তান আশরাফ নেওয়াজের জন্ম ০৪/০১/১৯৭৭ ইং। ০২ ভাই, ০২ বোন এর মধ্য তিনি ৩য় তিনি সন্তান। । কালীগঞ্জ উপজেলা শাখার ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি, সাবেক কালীগঞ্জে উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি, বর্তামানে কালীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব।, হিসেবে দায়িত্ব পালন করছেন। জন্ম ১৯৭৭ইংসনে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও চৌধুরী বাড়িতে জন্ম গ্রহন করেন। ১৯৯৩ সালে এস এস সি পরিক্ষায় উত্তীর্ণ হন,এইচ এস সি ১৯৯৫ সনে উত্তীর্ণ হন। ফুলে ফুলে ভরে ওঠে চারদিক। ভক্ত, শুভাকাঙ্খী ও দেশের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে হয়ে ওঠে সরব । বিভিন্ন শুভাকাঙ্খী নিয়ে জন্মদিনের কেক কাটতে হয় সেচ্ছাসেবক দলের গাজীপুর জেলা শাখার সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন নেতৃত্বের , তাঁর জন্মদিনের অনুভূতি জানিয়ে তিনি বলেন, জন্মদিন মানেই সবার কাছে বিশেষ একটা দিন। স্বীকার করি আর না করি এই দিন প্রায় সবাই চায় প্রিয়জনদের শুভেচ্ছা, ভালোবাসা আর আন্তরিকতা। ‘মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। সত্যিই মানুষ আমাকে এতোটা ভালবাসে কল্পনাও করিনি। ’ তিনি বলেন ’ মুঠোফোনের মাধ্যমেও দেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানান ।
আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন আরও বলেন, জন্মদিনের আসল শুভেচ্ছা পাওয়ার দাবিদার কিন্তু জন্মদাতা বাবা-মা, কারণ তাঁদের জন্যই আমরা এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ পেয়েছি । আমাদের জীবনের সব অর্জনই কিন্তু তাঁদের অসংখ্য ত্যাগের বিনিময়ে পাওয়া । বাবা-মার ভালোবাসা কখনো ফুরায় না তাই আমি আমার বাকি জীবনের সমস্ত জন্মদিনের সমস্ত ভালোবাসা সমস্ত শুভেচ্ছা। আমার এই জন্ম দিন টি আমার মা কে উৎসর্গ করলাম। আমার মা,বাবাকে নেক হায়াত দান করুন,আমিন।
০৪ সেপ্টেম্বর রোজ বুধবার অনলাইনের মাধ্যমে দেশএ বিদেশের অসংখ্য মানুষ আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন কে ফোনের মাধ্যমে ও শুভেচ্ছা জানান। কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষে মোঃ ইব্রাহিম খন্দকার সভাপতি , বাংলাদেশের প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আলামিন দেওয়ান আল আবেদী,সাংবাদিক শাহ নেওয়াজ, দৈনিক অপরাধ বিচিত্রা,মুভি বাংলা টেলিভিশন এর কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: পনির খন্দকার আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন কে জন্ম দিনের শুভেচ্ছা জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.