ওমর ফারুক
মোঃ শাওন (মাধবদী- নরসিংদী প্রতিনিধি)
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে পাইকারচর ইউনিয়ন ৫-নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নস্থ বালাপুরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত-০৬-ই সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
পাইকারচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃবাদলের সভাপতিত্বে অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন পাইকারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান হাজী মোঃ মাইনুল ইসলাম ভূইয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাইকারচর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, পাইকারচর ইউনিয়ন যুবদল সদস্য শওকত আলী ভূইয়া, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃআলামিন, আবু কালাম,বিল্লাল হোসেন সহ আরো অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন মাধবদী থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আবির ভূইয়া।

