
নিউজ ডেস্ক:
সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার বিসিবির একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পদত্যাগের কারণ জানা যায়নি।
বোর্ড পরিচালক পরিচয় ছাড়াও সুজন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের প্রধান কোচ। বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ের দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়া রাজশাহীতে বাংলা ট্র্যাক একাডেমির দায়িত্বেও আছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশে বড় টুর্নামেন্ট এলেই একজন টিম ডিরেক্টর পাঠানো হয় দলের সঙ্গে। সেটা বেশিরভাগ সময় হয়েছেন খালেদ মাহমুদ সুজনই। গত ওয়ানডে বিশ্বকাপেও এই দায়িত্বে ছিলেন তিনি।
সম্প্রতি অন্তবর্তীকালীন সরকার ঘটনের পর বিসিবিতে সভাপতি পদে রদবদল হয়। নাজমুল হাসান পাপনের জায়গায় সভাপতি নির্বাচিত সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এর আগে বিসিবি পরিচালক থেকে সরে দাঁড়ান সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.