
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে কথিত সংখ্যালঘুর তকমা দিয়ে এক ব্যাক্তির জমি দখল চেষ্টার অফিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃসেকেন্দার আলী প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, রামপাল উপজেলার ফয়লাহাটের ৫৮ নং সন্তোষপুর মৌজায় ০.৮ শতাংশ জমি ক্রয় করেন। যা সিএস ১৩২/১ এসএ ১৩২ ও বিআরএস ১৩ ও খন্ড খতিয়ান ৬১০ এবং ৫৯২ দাগে জমি। ওই জমির রেকর্ডীয় মালিক জনৈক অভিলাষ হালদারের স্ত্রী শেফালীর কাছ ক্রয় করেন শ্যামল হালদার। তার থেকে ক্রয়সূত্রে মালিক হন ঝারবাড়ী গ্রামের মৃত শেখ মোঃ হাসান রুমির ছেলে শেখ মোঃ সেকেন্দার আলী। তিনি সার্ভেয়ার দ্বারা মাপজোক করে জমি বুঝিয়ে দেন। ওই জমিতে পূর্বে থেকে দোকানঘর বাধা ছিল। রাজনৈতিকভাবে ওই জমি থেকে ভুক্তভোগী মোঃ সেকেন্দারকে গত ইং ১৬-০৮-২০২১ তারিখ আওয়ামীলীগ সরকারের সময় কতিপয় নেতা প্রভাব খাটিয়ে উচ্ছেদের চেষ্টা করে। যা এখোনো অব্যাহত আছে,আওয়ামী লীগের কতিপয় লোকজন এখনো তাদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী মোঃ সেকেন্দার আলী।
ভুক্তভোগী মোঃ সেকেন্দার জানান, জমিটি মেইন রাস্তার পাশে হওয়ায় কিছু প্রভাবশালী ব্যাক্তি জমিটি হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। তারা হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজনকে ভুল বুঝিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, বৈধভাবে জমি ক্রয় করেও অপবাদ নিতে হচ্ছে। তিনি প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগের বিষয়টি নিয়ে কথা হয় মনোজিতের সাথে। তিনি জানান, জমি সেকেন্দার জমি পাবেন পিছনের দিক থেকে কিন্তু সামনের দিক থেকে নিচ্ছেন। এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাসের সাথে কথা হলে তিনি জানান, উভয়পক্ষ লিখিত অভিযোগ করেছে, তদন্ত করে সমাধান করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.