
নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক লক্ষ্য করে গুলি বর্ষণ। প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরুদ্ধ করেন রাখেন সমর্থকরা। ১১ সেপ্টেম্বর রাত ৮.৩০ মিনিটে সময় শ্রমিক দলের এক নং যুগ্ন আহবায়ক খোকন ডাকুয়াকে সোনার বাংলা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন, এ সময় ৪ টি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্তরা এসে খোকন ডাকুয়াকে লক্ষ্য করে এলোপাথারী গুলি ছোরেন,অল্পের জন্য খোকন বেঁচে যায়। এ সময় পুলিশ ও সেনাবাহিনী এসে দুটি তাজা বুলেট উদ্ধার করেন। পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় এক ঘন্টা পরে অবরোধ প্রত্যাহার করে নেয় নেতা কর্মীরা।
ভুক্তভোগী স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ৮:৩০ মিনিটে স্থানীয় সাকুরা পাম্পের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, চারটি মোটরসাইকেল যোগে একদম সশস্ত্র সন্ত্রাসী এসে খোকন ডাকুয়াকে লক্ষ করে গুলি ছোড়ে এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় এ নেতা। এ বিষয়ে খোকন ডাকুয়া সাংবাদিকদের কে জানান, গতকালকে বিএনপি কেন্দ্রীয় নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পথসভায় বক্তব্যকে কেন্দ্র করে, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর সাথে শিকারপুর বন্দরের পথসভায় বাক বিতান্ডের সৃষ্টি হয়, তার জেরে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন ।
শ্রমিক দলের উপজেলা আহবায়ক বিপ্লব জানান, রাজনৈতিক প্রভাব বিস্তার করার উদ্দেশ্যে শ্রমিকদল থেকে বহিষ্কৃত নেতা হাইয়ুম খান এর নির্দেশে সন্ত্রাসী মিরাজ,রাজিব, জুয়েল সহ একদল সন্ত্রাসী এই হামলার চালায়। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, তাজা একরাউন্ড গুলি সহ ব্যবহৃত কয়েকটা একাউন্ট গুলি উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.