ওমর ফারুক
মোঃ শাওন (মাধবদী- নরসিংদী প্রতিনিধি)
সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখা।
১৩-ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় নরসিংদী সদর উপজেলা মাধবদী পৌরসভায় অবস্থিত পালকি কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়।
মাধবদী শহর শাখার আমীর আমিনুল ইসলামের সঞ্চালনায়,মেহেরপাড়া ইউনিয়নের আমির শাহানউল্লাহর কোরআন তেলওয়াতের মাধ্যমে মত বিনিময় সভাটি শুরু হয়।
এসময় মাধবদী প্রেসক্লাব ও নরসিংদী রিপোর্টাস ক্লাবের বহু সাংবাদিক উপস্থিত ছিলেন।
উপস্থিত জামায়াতে ইসলামী নেতাকর্মীদের সাথে সাংবাদিকদের পরিচয় পর্ব ঘটে এসময় জামায়াতে ইসলামি নেতারা তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন মাধবদী থানা জামায়াতে ইসলামী আমির আব্দুল জব্বার,পাইকারচর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মোঃ খায়রুল ইসলাম,নুরালাপুর ইউনিয়নের আমির আবু হানিফ,নরসিংদী জেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি জামাল উদ্দিন সহ জামায়াতের বিভিন্ন নেতাকর্মীগণ।

