
বিজয় কর রতন, মিঠামইন ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ-
২০২১ সালের ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান বাবলু (আনারস)-এর কর্মী মো. সুজন মিয়া নিহতের ঘটনায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহ্হার আকন্দের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলগ্রহণকারী আদালত নং-৫ এ নিহত মো. সুজন মিয়ার ভাই মো. মিলন মিয়া বাদী হয়ে মামলার অভিযোগ দায়ের করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র কটিয়াদী মডেল থানার ওসিকে মামলাটি এফআইআর’র নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী মো. মিলন মিয়া কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের সতরদ্রোন গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে। অন্যদিকে আব্দুল কাহ্হার আকন্দ একই ইউনিয়নের পূর্বপুরুড়া গ্রামের মৃত মেহেদী আকন্দের ছেলে। এসআই পদে পুলিশে যোগদান করা আব্দুল কাহ্হার আকন্দ বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, বিডিআর বিদ্রোহ মামলাসহ রাজনৈতিক বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা দায়িত্ব পালন করে অতিরিক্ত ডিআইজি পর্যন্ত পদোন্নতি লাভ করেন।
এছাড়া সর্বশেষ বিগত নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহ্হার আকন্দকে প্রধান আসামি করে করা মামলাটিতে ১১ জনের নামোল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। অন্যান্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, আব্দুল কাহ্হার আকন্দের ছোট ভাই ওই নির্বাচনে জয়ী হওয়া সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ, ইউপি চেয়ারম্যান কাশেমের দুই ছেলে শাহরিয়ার আকন্দ ও ইমন আকন্দ এবং দুই ভাতিজা দিদার আকন্দ ও সায়েম আকন্দ।
বাদীপক্ষের আইনজীবী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মো. জালাল উদ্দিন এবং এডভোকেট রিয়াজুল ইসলাম সেবক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.