
নুরুল কবির, সাতকানিয়া( চট্রগ্ৰাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ১৯ দিনব্যাপী ৫৪ তম আন্তর্জাতিক সীরত মাহফিল উপলক্ষে মাহফিল মতোয়াল্লী কমিটির সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা শুক্রবার ১৩ সেপ্টেম্বর সীরত মাহফিলের স্থায়ী কার্যালয়ে মতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মু. আবুল কালাম আজাদ'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন চুনতি শাহী জামে মসজিদ এর খতিব সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী,শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত,শাহজাদা তৈয়বুল হক বেদার।
বক্তারা বলেন অলিকুল শিরোমনি আশেকে রাসুল (স:) মোজাদ্দেদে মাহফিল সীরতুন্নবী (স:) প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ: আ:) ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে রসুল (স:) এর শানে এ মাহফিল ১৯৭২ সালে প্রবর্তন করেন।
যাহেদুর রহমান এর পরিচালনয় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ইসমাইল মানিক, কাজী আরিফুল ইসলাম, এইচ, এম মাহবুবুল হক, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খতিব মাওলানা জাফর সাদেক ইকবাল, সাইফুদ্দিন মু.তারেক, সাদুর রহমান,সৈয়দ উদ্দিন সিদ্দিকী,ছায়দুল হাসান মাসুক,ওয়ালি উল্লাহ ওয়ালিদ,আব্দুল আজিজ মো.শোয়েব প্রমূখ।
মুতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপকমিটির সমন্বয়ক আব্দুল মালেক ইবনে দিনার নাজাত মহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপ-কমিটি গঠন করে দেশের বিভিন্ন স্থানে হাজারের অধিক মিটিং করেছেন বলে অবিহিত করেন এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মাহফিলের দাওয়াত দিয়েছেন।
পবিত্র ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স:) সারা বিশ্বে ছড়িয়ে দিতে কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এছাড়া ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স:) পুলিশ প্রসাশনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত করে আইন শৃঙ্খলা রক্ষার্থে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বলেও জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.