
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের সমসপুর মাদ্রাসা মাঠে রবিবার বিকেলে ‘উদীয়মান তরুণ সংঘ’ এর উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন তারা হলেন ১নং গোবিন্দপাড়া ইউনিয়ন দল ও ৫নং আউচপাড়া ইউনিয়ন দল।
সমসপুর ‘উদীয়মান তরুণ সংঘ’ এর সভাপতি বিশিষ্ট্য মৎস্য ব্যবসায়ী দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে,সাংবাদিক মোঃ মিঠু সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান ও বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য হাবিবুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আফতাব উদ্দিন,বাগমারা উপজেলা বিএনপির অন্যতম সদস্য এটিএম আশরাফুল ইসলাম,ইউপি সদস্য আফজাল হোসেন,মাস্টার মোঃ আজিবর রহমান,আবুল কালাম,মাসুদ রানা,হাবিবুল্লাহ্ মেজবাহ্,দেলোয়ার হোসেন,আমিনুল ইসলাম আলমগীর হোসেন সাংবাদিক, সাজ্জাদ হোসেন মামুনুর রশিদ সাংবাদিক আলমগীর হোসেন প্রমুখ।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মাস্টার নওশাদ আলী, মোঃ মানিক হোসেন,মোঃ আমিনুল ইসলাম এবং ধারা বিবরনীতে ছিলেন নাজমুল হোসেন ও সাব্বির হোসেন।খেলায় গোবিন্দপাড়া দল ২টি গোল দিয়ে ১ম পুরুষ্কার ১টি স্মাট ফোন, এবং কোন গোল না দিয়ে ২য় পুরুষ্কার ট্রফি পান আউচপাড়া ইউনিয়ন দল।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.