ওমর ফারুক
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ভিডিপির সদস্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বুধবার ২৫ সেপ্টেম্বর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উপজেলা চত্বরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৬ ইউনিয়নের আনসার, ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের দায়িত্ব পালনের জন্য ২৯৪ জন পুরুষ ও ১৬২ মহিলা মোট ৪৫৬ জন সদস্য দায়িত্ব পালনের জন্য যাচাই-বাছাই করা হয়েছে।
রাজারহাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে যাচাই-বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রশিক্ষক মমিনুল ইসলাম, প্রশিক্ষিকা হোসনে আরা বেগমসহ উপজেলার আনসার কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

