
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মিঠামইন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে বুধবার আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো: সোয়েব শাত-ঈল ইভান।
অনুষ্ঠানে ১৯ টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ,ইমাম,মোয়াজ্জেম, গণ্যমান্য ব্যাক্তি বর্গ,পৌরহিত, বৈষম্যবিরোধী ছাএ নেতা,সরকারি কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, মুক্তিযোদ্ধাগণ অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরেশ দাস,অকিল চন্দ্র দাস, উওমা কুমার দাস( সাধারণ সম্পাদক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি),কনক দাস,( ছাএ নেতা),কবিতা রানী সূএধর (ইউ,পি সদস্য), মো: বাদশা মিয়া (ইউ,পি সদস্য), বিজয় কর রতন (সাংবাদিক ও সহ-সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ),আহমদ আলী চৌধুরী ( সাবেক চেয়ারম্যান), মাওলানা শের জাহান মোমেনী(রাজনৈতিক ব্যাক্তি), মো:ইমরান হোসেন (সভাপতি উপজেলা যুবদল), নরুল ইসলাম সিদ্দিকী (মুক্তিযোদ্ধা), তাজুল ইসলাম (জামাতে ইসলাম), মো:ছাদেক মিয়া( উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা), মো:কামাল হোসেন (ডিজি,এম পল্লী বিদ্যুৎ সমিতি), ডা: মো: আবদুল্লাহ আল সাফী, মো: সাইফুল ইসলাম (ফায়ার সার্ভিস), নুরপনা খাতুন( আনসার বিডিবি), মো: সিদ্দিক মিয়া(ওয়ারেন্ট কর্মকর্তা সেনাবাহিনী), মো: আহসান হাবীব (ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিঠামইন থানা)প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.