সম্পাদক
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অফিসার্স ক্লাবে ইউএসএস ও একশন এইড বাংলাদেশের সার্বিক সহযোগিতায় যুবদের চোখে আগামীর বাংলাদেশ বিষয়ে সংলাপ ও মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়েছে।
প্রথম পর্বে উপজেলার সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিবগণ, সাংবাদিক, সচেতন নাগরিক ও যুবরা সংলাপে উপস্থিত ছিলেন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রোগ্রাম অফিসার আব্দুল কুদ্দুস সরকার। আরো বক্তব্য রাখেন, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, যুব উন্নয়নের সরকারি কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্বাস্থ্য পরিদর্শক ইব্রাহিম খলিল,২ নং শিমুলবাড়ী ইউনিয়নের সচিব বেলাল হোসেন, ৩ নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব, রবিউল আলম, ৪ নং ইউনিয়ন পরিষদের সচিব বাবুল হোসেন, ৫ নং কাশিপুর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন, শারার মাহবুব ধ্রুব ইন্সপিরেটর একশন এইড বাংলাদেশ, নুরন্নবী ইসলাম পিও ইউএসএস, শাহিন আলম ও সীমা খাতুন ইয়ুথ ফেলো ইউএসএস।
ত্রাণ ও পুনবাসন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত বলেন,আমার এখানে যুবদের জন্য দরজা সব সময় খোলা আছে, দুর্যোগ মোকাবিলায় যুবদেরকেও এগিয়ে আসতে হবে। যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুর রহমান বলেন, যুবদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন এজন্য যুবদের এগিয়ে আসতে হবে যুবদের ডিমান্ডগুলো আমরা গুরুত্ব সহকারে বাস্তবায়ন করার চেষ্টা করব।

শিমুলবাড়ী ইউপি সচিব বেলাল হোসেন বলেন, বাল্যবিবাহ, মাদক এগুলোর সমাধান যুবরাই করতে পারবে,যদি আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করি। বড়ভিটা ইউপি সচিব জনাব বাবুল হোসেন বলেন, যুবদের অন্তর্ভুক্তি উন্মুক্ত হওয়া উচিত,সেজন্য আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়াবো।কাশিপুর ইউপি সচিব জাহাঙ্গীর আলম বলেন, বন্যার সময় আশ্রয় কেন্দ্রগুলো নারীবান্ধব করার জন্য আমরা আগামীতে একতাবদ্ধভাবে কাজ করব , আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি নতুন করে তৈরি করা হচ্ছে এর জন্য পিআইও স্যার এবং যুবদের সহযোগিতা কামনা করছি।
সংলাপ শেষে এক্টিভিস্টা কুড়িগ্রামে যুব সদস্যদের পরিবেশনায় ও অভিনয়ে “ক্লান্ত স্বপ্ন” নাটকটি মঞ্চায়িত হয়েছে। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল যুবদের প্রযোজিত একটি নাটক “ক্লান্ত স্বপ্ন” এই নাটকের মূল উদ্দেশ্য ছিল বর্তমান পরিস্থিতিকে তুলে ধরা। আশ্রয় কেন্দ্র এবং বন্যা চলাকালীন সময়ে যে দুর্ভোগ সৃষ্টি হয় সেগুলো তুলে ধরেছি এবং স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে একটি কমিটমেন্ট নেওয়া হয়েছে।

