ওমর ফারুক
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের বিপ্লব চন্দ্র নামের এক যুবককে মুসলিম নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার অপরাধে গ্রেপ্তার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।
২৪ সেপ্টেম্বর ২৪ মঙ্গলবার দিবাগত রাতে সদর সার্কেল রিপন সরকার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান পাটাওয়ারীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৫ সেপ্টেন্বর) দুপুরে সদর থানার ওসির রুমে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সরকার সাংবাদিকদের এ বিষয় নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার রিপন সরকার জানান, ২নং ইলিশার বিপ্লব চন্দ্র নামের যুবক ফেসবুকে মুসলিম নারীকে নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস ও কমেন্ট দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।
এ খবর ছড়িয়ে পরলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এবং সাথে সাথে পুলিশ সুপারের নির্দেশে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার আইসিটি আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান পাটাওয়ারী বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

