
মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন হবিগঞ্জ জেলার সকল মাদ্রাসার মধ্য থেকে তিনটি ক্যাটাগরিতে গুণী শিক্ষক নির্বাচন প্রতিযোগিতায় অংশ নিয়ে লাখাই উপজেলার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ আব্বাস উদ্দিন মাধ্যমিক দাখিল স্তরে শ্রেষ্ঠ গুনি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
১০ টি মানদণ্ডের নম্বরের ভিত্তিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে জেলা শিক্ষা দপ্তরের সূত্রে জানা যায়। গত ১৯ সেপ্টেম্বর/২০২৪ এ নির্বাচন জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহর এর নেতৃত্বে সম্পন্ন হয়।
জেলা পর্যায়ে নির্বাচিত গুণী শিক্ষকগণ পরবর্তীতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবেন বলে জানা যায়।উল্লেখ্য জেলা পর্যায়ে নির্বাচিত গুণী শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন ইতিপূর্বে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ ও ২০২২ ইংরেজি সালে উপজেলা পর্যায়ে ২ বার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছিলেন।
এছাড়াও তিনি ২০২০ ইংরেজি সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত এটুআই প্রোগ্রামের আওতায় জেলা আইসিটি অ্যাম্বাসেডর মনোনীত হন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.