ওমর ফারুক

মো কামাল হোসেন, জীবননগর প্রতিনিধি;

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক এর আয়োজন পালিতো বিশ্ব পর্যটন দিবস। অনুষ্ঠান টি আয়াজন করা হয় সম্মেলন কক্ষ।

বিশ্ব পর্যটন দিবস-২০২৪ উপলক্ষে “পর্যটন শান্তির সোপন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হচ্ছে। আজ ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় দিবসটি উপলক্ষে শুভ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা বিশ্ব পর্যটন দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় এসে সমাপ্ত হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা; জনাব মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশ এবং বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগন; বিভিন্ন স্কুলের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক (ভারপ্রাপ্ত), চুয়াডাঙ্গা।