
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
সাতকানিয়া উপজেলার ৮ নং ঢেমশা ১ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সাধারণ সভা গত কাল শুক্রবার বিকেলে সাহাবা মসজিদে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি বাবুল সিকদারের সভাপতিত্বে সেক্রেটারি এহেসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট আলেমেদ্বীন আবদু রশিদ কাদেরী তিনি তাঁর আলোচনায় বলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্টের দমন ও শিষ্টের লালনে সঠিক পন্থা অবলম্বন করে যে সুশাসন প্রতিষ্ঠা করে গেছেন সেই কাজটা করতে হাতে কলমে জাতিকে শিখিয়ে গেছেন । তিনি ব্যক্তি সাথে কাউকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইনি । নিজের কারণে কাউকে প্রতিশোধ নেয়নি শুধুমাত্র জনগণের জন্য অপরাধীদের দন্ড কার্যকর করেছেন বলে উল্লেখ করেন ।তিনি দ্বীন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ওসমান ওলামা পরিষদের সভাপতি মৌলানা রেজাউল করিম ওলামা পরিষদের সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান সাহাবা মসজিদের খতিব মৌলানা বোরহান উদ্দিন । চৌমুহনী মসজিদ ইউনিট সভাপতি নুরুল ইসলাম সবুজ সাহাবা মসজিদ ইউনিট সভাপতি মোঃ ইলিয়াছ সহ সভাপতি মোঃ ইসমাইল সেক্রেটারি ইয়াছিন উদ্দিন বোরহান । এছাড়া ওয়ার্ডের সবস্তরের মানুষ উপস্থিত ছিলেন ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.