
আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
জুলাই আগষ্ট মাসের অভ্যুত্থান আকষ্মিক ভাবে ঘটেনায়। এর সাথে অনেক দুঃসহ স্মৃতি জড়িত। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৫০ টি আসনে জয়লাভ করবে উল্লেখ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেয়ার দাবী জানান।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীরগর উপজেলার বড়িকান্দি গণি শাহ্ মাজার প্রাঙ্গণনে স্থানীয় বিএনপির আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। এসময় তিনি আরো উল্লেখ করে বলেন, হাসিনা ও তার ল্যাসপেন্সার এখনো তৎপর রয়েছে, যে আত্নত্যাগের বিনিমযে আমরা হাসিনাকে দেশ ছাড়া করেছি সেই আত্নত্যাগ যাতে গুটি কয়েক কমিটিবাজের কারনে ম্লান হয়ে না যায়। তিনি আরো বলেন, সংস্কারের প্রয়োজন আছে তবে তা সবচেয়ে ন্যায্যতা পায় যদি তা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৫ সংসদীয় আসনে গত নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.