সম্পাদক

মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের কৃতি সন্তান পরিবেশ সংগঠক ও খোয়াই ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল পানি ও জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়াটার কিপার এলায়েন্সের পানি ও জলবায়ু বিষয়ক সম্মেলনে নদী ও জলাশয় রক্ষার অবদানের স্বীকৃতিস্বরুপ আন্তর্জাতিক “টেরি বেকার ” পুরুষ্কারে ভূষিত হন। লং আইল্যান্ড সাউন্ড কিপার টেরি বেকারের নামে ২০১৬ সাল থেকে প্রবর্তিত এই পুরুষ্কার যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাইরের ওয়াটার কিপার সদস্যদের মধ্যে প্রদান করা হয়ে থাকে।

এ বছর যুক্তরাষ্ট্র থেকে এ পুরুষ্কার লাভ করেন নর্থ ক্যারোলিনার এসটি জনস রিভার কিপার লিসা রিনামেন ও বাংলাদেশের খোয়াই ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল। ২৮ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গ রাজ্যের মিলওয়াকি শহরে সম্মেলনের শেষ দিনে ওয়াটার কিপার এলায়েন্সের সমাপনী অধিবেশনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।