
নাজমুল হক মুন্না:
বরিশালের উজিরপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদানের চাল বিতরন করা হয়েছে।
উজিরপুর উপজেলা প্রসাশনের আয়োজনে ২৯ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি )হাসনাত জাহান খান, সেনা বহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুন অর রশিদ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, ইমাম সমিতির সভাপতি মাওলানা নুরুল হক আজহারী, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক এসএম আলাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ কাওছার হোসাইন, কুড়ালিয়া পানবাড়ী দুর্গা মন্দিরের পুরোহিত জগধর বৈদ্য প্রমুখ। পরে ১১৩ টি মন্দিরে ৫ শত কেজি করে অনুদানের চাল বিতরন করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.