
আরফান আলী, শেরপুর প্রতিনিধি:
প্রথম বারের মতো মুক্তমঞ্চ হতে যাচ্ছে শেরপুরের একমাত্র উচ্চশিক্ষার বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজে। কলেজ প্রতিষ্ঠার পর থেকেই কোনো মুক্তমঞ্চ ছিলো না এ কলেজে। কলেজের শিক্ষার্থীদের আভ্যন্তরীণ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বটমূলেই অনুষ্ঠিত হয়ে আসছিলো।
গেলো কয়েকদিন আগে বৈষম্যবিরোধী ছাত্ররা কলেজের উন্নয়নের লক্ষ্যে ৩৮ টি দাবি জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদের বরাবর। এর মধ্যে ১টি দাবি ছিলো কলেজে মুক্তমঞ্চ স্থাপন করা।
এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ই সেপ্টেম্বর) দুপুরে কলেজ মসজিদের ডান পাশে খোলা মাঠে মুক্তমঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপনার উদ্ভোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন মুক্তমঞ্চ স্থাপনের আহবায়ক উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দিন। তিনি বলেন, কলেজ প্রতিষ্ঠার শুরু থেকে কলেজে মুক্তমঞ্চ নেই। ছাত্ররা অধ্যক্ষ স্যারের বরাবর দাবি করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ (সোমবার) মুক্তমঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।
এসময় আরও উপস্থিত ছিলেন মুক্তমঞ্চ স্থাপনের আহবায়ক কমিটির সদস্য কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিব শংকর করুয়া, ইসলাম ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ও হোস্টেল সুপার আবুল বাশার প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.