সম্পাদক
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনায় ছেলের শ্বশুর বাড়ীর লোকজনের মারধরে বাবার মৃত্যু হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার উপজেলার জয়সিদ্দি ইউয়িনের ৭ নং ওয়ার্ডের ওয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ওয়ারা গ্রামের মৃত তারা মিয়ার ছেলে মো. খোরশেদ মিয়ার (৬০)।
স্থানীয়রা জানান, কিছুদিন পূর্বে নিহত খোরশেদ মিয়ার ছেলে আর ছেলের বউয়ের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করে সকালে নিহত খোরশেদ মিয়াকে ছেলের শ্বশুর বাড়রি লোকজন বাড়ীতে ডেকে নিয়ে যায়। এরপর বিয়াই বাড়ী থেকে এসে স্থানীয় বাজারের লোকজনকে অবগত করেন তাকে বিয়াই বাড়ীর লোকজন মারধর করেছে। স্থানীয় ইউপি সদস্য রফিক জানান, বাজারের লোকজনকে মারামারি ঘটনা বলতে গিযে মাটিতে লুটিযে পড়েন খোরশেদ মিয়া। স্থানীয়রা ধরাধরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইটনা থানার অফিসার ইনচার্জ মো. মনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

