সম্পাদক
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
অষ্টগ্রাম থেকে অলওয়েদার সড়কে মিঠামইন আসার পথে বুধবার বিকালে মিঠামইন জিরোপয়েন্টের নিকটে সম্রাট (২৫) নামে এক হোন্ডা আরোহী রাস্তার পিলারে সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হয়।তার সাথে থাকা অপর আরোহী হৃদয় (২০) বর্তমানে আহত অবস্থায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তার অবস্থা আশংকা জনক। নিহত সম্রাট অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রাম খলাপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের পুএ।আহত হৃদয় একই উপজেলার খলাপড়া গ্রামের বাসিন্দা।
নিহতের মামতো ভাই তারেক জানান,ঘটনার পর আমরা শোনতে পেয়ে মিঠামইনে এসেছি।মিঠামইন থানার এস আই আনোয়ার জানান, ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। এখন নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যাওয়ার জন্য আবেদন করেন।পরবর্তীতে বিষয়টি মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তিনি জেলা ম্যাজিস্ট্রেটের নিকট পরবর্তী আদেশের জন্য প্রেরণ করেন। মিঠামইন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুজায়েত হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ দেওয়া সম্ভব না। ইউ,এন,ও স্যার বিষয়টি সমাধানের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করেন।

