
তপন দাস, নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি মহোদয় আজ বুধবার পুলিশ সুপারের কার্যালয় নীলফামারীতে আগমন করেন এবং এবং জেলা পুলিশ নীলফামারীর এক বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন । তিনি পুলিশ সুপারের কার্যালয় নীলফামারীতে এসে পৌছালে পুলিশ সুপার, নীলফামারী জনাব মোহাম্মদ মোর্শেদ আলম মহোদয় তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে অভ্যর্থনা জানান পরে ডিআইজি মহোদয় উপস্থিত অফিসারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর বিকেলে ঘটিকায় পুলিশ লাইন্স নীলফামারী ড্রিল সেডে জেলা পুলিশ এর আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর। কল্যাণ সভায় মাননীয় ডিআইজি মহোদয় জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সাথে কুশলাদি বিনিময় করেন। পরবর্তীতে অফিসার-ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন এবং সমাধানের আশ্বাসসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
উক্ত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পুলিশ সুপার, নীলফামারী। এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) নীলফামারী; জনাব মাহমুদ নাসের জনি, অতিরিক্ত পুলিশ সুপার, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী; জনাব রাফে সামদান হুসাইন মোঃ আদেল, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) রংপুর; জনাব ডাঃ সজীব কুমার বর্মন, মেডিকেল অফিসার ,পুলিশ হাসপাতাল নীলফামারী; সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.