সম্পাদক

নিউজ ডেস্ক:

ছাত্র-জনতার আন্দোলনে র‍্যাবের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।বুধবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুনীম ফেরদৌস বলেন, ছাত্র-জনতার ওপর র‍্যাবের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি। যদি আপনাদের (সাংবাদিকদের) কাছে কোনো অভিযোগ থাকে তবে আমরা তা খতিয়ে দেখব।

আরেক প্রশ্নের জবাবে মুনিম বলেন, র‍্যাবের হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে র‍্যাব হেডকোয়ার্টার থেকে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

র‍্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি দাবি করে তিনি বলেন, বিভিন্ন বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে গেলেও কোনো র‍্যাব সদস্য কর্মবিরতিতে যাননি বা পালিয়ে যাননি।