
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বেসিক সাংবাদিকতা বিষয়ে যুবদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
৪ ও ৫ অক্টোবর সকাল ১০ টা হইতে বিকেল ৪ টা পর্যন্ত কুড়িগ্রামের ইসলামিক ফাউন্ডেশনের ৩য় তলায় একশনএইড বাংলাদেশ-এর সুশীল প্রজেক্টের আওতায় উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে বিআইজেইএম এর ফ্যাসিলিটেশনের মাধ্যমে কুড়িগ্রাম জেলার পাঁচ জন সিএসও প্রতিনিধি দুইদিন ব্যাপী বেসিক সাংবাদিকতা বিষয়ে যুবদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এ প্রশিক্ষণ গ্রহণ করেন, নব-জাগরণ সমাজসেবী সংগঠনের প্রতিনিধি, মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর), গ্রীণ ভিলেজ ফাউন্ডেশনের প্রতিনিধি, এম রশিদ আলী,কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ ,এক্টিভিস্তা কুড়িগ্রামের প্রতিনিধি, মাসুদ রানা, আফাদ এর প্রতিনিধি, নুছরাত আরেফিন।
প্রশিক্ষণ প্রদান করেন,দৈনিক সমকালের উপ- সম্পাদক মাহবুব আজিজ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.