
নিউজ ডেস্ক:
জনপ্রিয় লেখক, নির্মাতা হুমায়ূন আহমেদের পত্নী অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন ও ছোটপর্দার অভিনেত্রী সোহানা সাবার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে। সেই বন্ধুত্ব সামাজিক যোগাযোগমাধ্যমেও স্পষ্ট। দুজনেই ফেসবুকে অ্যাক্টিভ থাকেন।
সম্প্রতি সময় ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডের পর থেকে নিয়মিত ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছেন সোহানা সাবা। দেশের বর্তমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে পরোক্ষভাবেই একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। যার ধারাবাহিকতায় গত কয়েক দিনে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পুরোনো স্ট্যাটাস একের পর এক নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার দিতে দেখা গেছে সোহানা সাবাকে।
অনেকটা ‘খোঁচা’ দেওয়ার মতোই স্ট্যাটাসগুলো শেয়ার করে বিভিন্ন মজার ক্যাপশনজুড়ে দিচ্ছেন এ অভিনেত্রী। যেখানে সোহানা সাবা বলেন, তিনি আজকাল উপদেষ্টা আসিফ নজরুলের ‘ভক্ত’ হয়ে গেছেন! এর আগেই এ অভিনেত্রী আসিফ নজরুলের পুরোনো একটি স্ট্যাটাস শেয়ার করে ক্যাপশনে লিখেছেন—আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে। আমি তার ফ্যানগার্ল।
আর তার এই পোস্ট নজর এড়ায়নি হুমায়ূনপত্নী শাওনের। তিনি কমেন্টবক্সে মেসেজ দিয়ে হুঁশিয়ার করেছেন সোহানা সাবাকে। তাকে উদ্দেশ্য করে শাওন লিখেছেন— আমার মেয়ের জামাইয়ের দিকে চোখ দিবি না, খবরদার। এ মন্তব্যে অবশ্য পাল্টা জবাবও দিয়েছেন সোহানা সাবা। এ অভিনেত্রী লিখেছেন—আপু, আমি স্যারের ফ্যানগার্ল মাত্র।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.