
আবদুর রউফ আশরাফ ॥ বানিয়াচংয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সেলিম মিয়া (৩৫) নামে এক মৎস্যজীবি নিহত হয়েছেন। তিনি বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের বাদাউড়ি মহল্লার জালাল মিয়ার পুত্র।
ঘটনাটি ঘটেছে বানিয়াচং হবিগঞ্জ সড়কের পাশ^বর্তী শুটকী নদীতে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার (১১ অক্টোবর) সকাল অনুমান ৬ ঘটিকার সময় শুটকী নদীতে বরজাল দিয়ে মাছ ধরছিল সেলিম মিয়া। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তার মৃত্যুর খবরে বাদাউড়ি মহল্লায় এলাকায় শোকের ছায় নেমে এসেছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ খবীর হোসেন জানান, শুটকী নদীতে মাছ ধরতে গিয়ে বাদাউড়ি মহল্লার সেলিম মিয়া বজ্রপাতে নিহত হয়েছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.