
মোঃ আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারতে শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় উপজেলার ৭টি পূজামন্ডপ ঘুরে ঘুরে দেখেন ও হিন্দুসম্প্রদায়ের লোকজনের খোজখবর ও তাদের সাথে কুশলাদি বিনিময় করেন। পরিদর্শন শেষে রৌমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, মাহফুজুর রহমান পুলিশ সুপার কুড়িগ্রাম,কাজী আনিসুল ইসলাম নিবার্হী কর্মকর্তা রৌমারী, রাসেল ডিও সহকারী কমিশনার ভূমি রৌমারী, মামুনুর রশিদ অফিসার ইনচার্জ রৌমারী, জাতীয়তাবাদী বিএনপির উপজেলা সভাপতি আজিজুর রহমান চেয়ারম্যান সাবেক, সামসুদ্দিন প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মি, ম্রীপ্রদীপ কুমার সাহাসহ পুজাউৎযাপন কমিটির সদস্য বৃন্দরা।
পুজামন্ডপের সভাপতি বলেন, উৎসব যথাযথভাবে নিরাপত্তা দিচ্ছেন প্রশাসনসহ সেচ্ছাসেবিরা। রৌমারী উপজেলায় ০৭টি পুজামন্ডপ রয়েছে প্রতিটা পুজামন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের পাশাপাশি, আনসার গ্রাম পুলিশ সদস্যরা। এ ছাড়াও জাতীয়তাবাদী বিএনপির নেতাকক্রমিরা, সেচ্ছসেবী ছাত্রদল যুবদল সজাগ থাকারও আহবান করেন জেলা প্রশাসক।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.