
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বিষ্ণু আরতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশ্বজিৎদের প্রয়াত মাতৃদেবীর স্মরণে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১০ অক্টোবর সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা প্রমোদারঞ্জন জমিদার বাড়িতে বিষ্ণু আরতি ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে, বিষ্ণু আরতি ফাউন্ডেশনের সদস্যদের আর্থিক সহযোগিতায় ৫০ জন হিন্দু সম্প্রদায়ের গরিব, অসহায় মানুষকে শারদীয় দুর্গাপূজার আনন্দ উপভোগ করতে শাড়ি ও ধুতি বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, নাওডাঙ্গা জমিদার বাড়ী প্রমোদারঞ্জন পুজা উদযাপন কমিটির সভাপতি সুমন চন্দ্র বর্মন, নাওডাঙ্গা কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক রতন চন্দ্র বর্মণ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের শিমুলবাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র বর্মন, শুরেশ চন্দ্র বর্মণ, বিষ্ণু আরতি ফাউন্ডেশনে কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জয়কান্ত রায় জয়, কোষাধ্যক্ষ ইন্দ্রজিৎ রায়,সদস্য নীল চাদ সহ আরো অনেক।
বিতরণ শেষে বিষ্ণু আরতি ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জয়কান্ত রায় জয় বলেন, আমরা অল্প পরিসরে কয়েক বছর থেকে এ ধরনের সামাজিক কাজগুলো করে যাচ্ছি সামনেও যেন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
বস্ত্র বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন বিষ্ণু আরতি ফাউন্ডেশনের অন্যতম সদস্য সুমন্ত চন্দ্র রায়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.