
আরিফ হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আসন ফাঁকা আছে ৭৭টি। বরিশালল বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হবে ২১ অক্টোবর।
বিশ্ববিদ্যালয়ের ভর্তির টেকনিক্যাল কমিটি এ বিষয়টি নিশ্চিত করেছেন। কৃষি গুচ্ছের ভর্তির পর আরেকটি মেরিট প্রকাশিত হতে পারে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসনসংখ্যা ১ হাজার ৫৭০। চূড়ান্ত ভর্তি শেষে ক ইউনিট তথা বিজ্ঞান বিভাগে ৩৭ টি, খ ইউনিট তথা মানবিক শাখায় ২০ টি এবং গ ইউনিটে ২০ টি আসন ফাঁকা আছে।
উল্লেখ্য, এবছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলো মোট ১৬ হাজার ৪০৯ জন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.