
নিউজ ডেস্ক:
দেশে কাঁটা মরিচের বাজার নিয়ন্ত্রন ও ঘাটতি মেটাতে বেনাপোল বর্ডার দিয়ে গত দুই দিনে ৫৯৩ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে।মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল পর্যন্ত ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ ভারত থেকে আমদানি করা হয়। এর আগে সোমবার এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। এ নিয়ে গত দুই দিনে মোট ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।
বর্তমানে বাজারে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, সোমবার দেশের ২৮ আমদানিকারক ২ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা।
মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত তিনটি ভারতীয় গাড়িতে প্রায় ১১ টন কাঁচামরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.