সম্পাদক

নিউজ ডেস্ক:

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, রাষ্ট্র সংস্কারের পরই দেশে জাতীয় নির্বাচন দেয়া হবে। তাই অন্যান্য সংস্কারের পাশাপাশি ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থারও সংস্কার কাজ চলছে।

এসময় তিনি গত ১৭ অক্টোবর রাতে এক টকশোতে ২০২৫ সালে নির্বাচন হবে বলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের করা মন্তব্য নাকচ করে দিয়েছেন। একই সাথে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের মন্তব্যও সরকারের সিদ্ধান্ত নয় বলে জানান।

এই প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও সেনা প্রধানের বক্তব্য সরকারের বক্তব্য নয়। সরকার যতদিন নির্দিষ্ট করে বলবে না ততদিন নির্বাচনের সময় নির্ধারিত নয়।

নির্বাচন নিয়ে সার্বিকভাবে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, একটি সরকারের পতন হয়েছে। সেই সরকারের অবশিষ্ট সময় পূরণের জন্যই অন্তর্বর্তকালীন সরকার বসানো হয়েছে। তার চেয়ে বড় কথা রাষ্ট্র সংস্কার প্রসঙ্গ। সংস্কার না করে নির্বাচন দিলে রাষ্ট্র নড়বড়ই থেকে যাবে। তাই সরকার সংস্কারে গভীরভাবে কাজ করছে।

উপদেষ্টাদের ক্ষমতাপ্রীতির অভিযোগ তুলে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্য প্রসঙ্গে সরকারের এই উপদেষ্টা বলেন, অনেক নেতা প্রকাশ্যে বলছেন, উপদেষ্টাদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকে গেছে। তারা ক্ষমতা ছাড়তে চাইবে না। এটা তাদের ভুল ধারণা। আমাদের কোনো ধরণের ক্ষমতাপ্রীতি বা লোভ নেই। আমরা এসেছি অস্থায়ীভাবে; দেশ সংস্কারের জন্য আমাদের দায়িত্ব দেয়া হয়েছে। আমাদের কাজ শেষ হলে কাউকে বলতে হবে না। নির্বাচন দিয়ে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা চলে যাবো।

দেশের নির্মিত মডেল মসজিদ নির্মাণে অনিয়ম-দুর্নীতির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মডেল মসজিদগুলো নির্মাণে দুর্নীতি হয়েছে এটা ঠিক। এরকম অনেক প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়েছি। এমনকি এক মসজিদ পরিদর্শনকালের আমি দেখেছি ফ্লোরে ফাটল। অভিযোগ ও প্রাপ্ত প্রমাণ হাতে নিয়ে আমরা তদন্তের সিদ্ধান্ত নিয়েছি এবং শিগগিরই কাজ শুরু হবে।

জাহাজে করে হজযাত্রা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, জাহাজে করে হজযাত্রী পাঠানোর বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্তে উপনীত হয়েছে। এই বিষয়ে সৌদিআরবসহ সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে। তবে তা সময় সাপেক্ষ। তাই ২৫ সালে সম্ভব নয়; ২৬ সালে পাঠানোর জন্য ব্যবস্থা হাতে নেয়া হয়েছে।

ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন দুই দিনের কক্সবাজার সফরে রয়েছেন। তিনি শুক্রবার সকালের ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে জেলা প্রশাসক কার্যালয়ে সরকারের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে নবনির্মিত কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদ উদ্বোধন করে।

এরপর বিকাল ৩টায় কক্সবাজার বায়তুশ শরফ স্কুল এন্ড কলেজের একটি নবনির্মিত ভবন উদ্বোধন করেন। বিকাল ৪টায় কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়, বিকাল ৫টায় সার্কিট হাউসে গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিক বিফ্রিং করেন। সন্ধ্যায় রামুর চাকমারকুল বড় মাদ্রাসা পরিদর্শন করে প্রথম দিনে কর্মসূচী সমাপ্ত করেন।

শনিবার সফরের দ্বিতীয় দিনে চকরিয়া-পেকুয়ায় একাধিক কর্মসূচীতে যোগ দেবেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।