ওমর ফারুক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলার নব-গঠিত কমিটির পক্ষ থেকে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কাজী মাহমুদ শাহ্ রোডস্থ ড্রাগিষ্টস্ প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।

আজিজুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এড. গোলাম সারোয়ার ভূইয়া খোকন, জেলা বিএনপির সাবেক যগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক প্রমুখ। পরে আলোচনা শেষে দেশ ও জাতীর জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসময় উক্ত কমিটির জেলা ও উপজেলা এবং পৌর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, সরকার কর্তৃক নিধারিত মূল্যে ঔষধ বিক্রয় করতে হবে। পাশাপাশি বেজাল ও কমদামি নকল ঔষধ ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে হবে। এবং সাধারণ মানুষের ক্ষতির কারণ যেন না হয় এমন কোনো ঔষধ বিক্রয় করা যাবে না।