
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ি (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৯ অক্টোবর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ইয়ুথ হাব ফুলবাড়ী প্রশিক্ষণ কক্ষে শনিবার সকাল ১০ টা হইতে রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত ইয়ুথ হাবের আয়োজনে, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশন এইড বাংলাদেশ সহযোগিতায় দুই দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান,উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, একশন এইড বাংলাদেশ এর ইন্সপিরেটর মাশরেফা তারান্নুম।
দুই দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন অনন্ত দেবনাথ।
সারাদেশে পলিথিনের ব্যাগ বন্ধ করা ও পলিথিনের ব্যবহার বন্ধে পরিবেশবান্ধব রাখার জন্য একটিভিস্তা কুড়িগ্রামের ২০ জন তরুণ তরণীদের নিয়ে কাগজের তৈরি প্যাকেট, খাম ও কাপড়ের দিয়ে বাজার ব্যাগ তৈরীর প্রশিক্ষণ দেয়া হয়। এতে প্রশিক্ষণ নিয়ে তৈরি হবে এবং নিজে স্বাবলম্বী হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.