
মোঃআব্দুল হামিদ সরকার,নীলফামারী সদর প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডিমলা উপজেলার ইসলামিয়া ডিগ্রী কলেজের মাঠে ১৯- অক্টো/২৪ সকাল ০৯:০০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতী ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাহাবুবুর রহমান (বেলাল) কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, রংপুর -দিনাজপুর অঞ্চল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রশীদ , টিম সদস্য রংপুর- দিনাজপুর অঞ্চল ও জেলা আমীর নীলফামারী, ডক্টর খায়রুল আনাম, জেলা নায়েবে আমীর, নীলফামারী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর, নীলফামারী, অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা সেক্রেটারী,নীলফামারী।উক্ত সম্মেলনে সভাপতি ত্ব করবেন অধ্যাপক মাওলানা মজিবুর রহমান
উপজেলা আমীর,ডিমলা - নীলফামারী।এছাড়া ও উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সম্পাদক সহ সনাত্বন ধর্মাবলম্বী র নেতা কর্মী ও সদস্য দের কোন কমতি ছিল না।
তাছাড়া উপজেলার সকল অনলাইন, অফলাইন,প্রিন্ট পত্রিকা র সকল গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। পরিশেষে সভাপতি র নির্দেশনা য় কর্মী সম্মেলনের মুলতবি ঘোষণা করা হয়।।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.