
মোঃ জিয়াউল হক, বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টায় কংশ নদে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এসময় দুটি বাল্কহেড ও কয়েকটি ডেজার জব্দ করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় সোমবার সন্ধ্যায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এরআগে রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজার এলাকায় কংশ নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়। বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, বারহাট্টা উপজেলার পূর্ববাইশধার ছালিপুরা আ. আওয়াল (২৩), সুমন মিয়া (২২), মো. রসুল আমিন (২৩), মো. লাক মিয়া (২৬), কামরুল হাসান (২১), মো. হাবুল (৪২), মো. জলিল মিয়া (২৪), মো. শামীম (৩৫), মো. সোহরাব (৩০), মো. খাইরুল ইসলাম (২৮), আ. কাদির (৩৮), মো. তরিকুল ইসলাম (২১), বিক্রমশ্রী গ্রামের আ. রাজ্জাক (৪৫) ও আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের রুবেল মিয়া (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় রাতেই কংস নদে অবৈধভাবে বালু উত্তোলন করে কিছু লোক। রোববার দিবাগত রাত ২টার দিকে এলাকাবাসী দুটি বাল্কহেড ও এতে থাকা ১৪ জনকে আটক করে। পরে খবর পেয়ে তাদের হেফাজতে নেয় ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ। পরে এ ঘটনায় সোমবার বিকেলে রায়পুর ইউনিয়নের চল্লিশ কাহানিয়া গ্রামের শেখ মো. নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় জেল হাজতে সোপর্দ করে।
স্থানীয়রা জানায়, ফকিরের বাজার এলাকায় প্রতি রাতেই কংশ নদে ডেজার দিয়ে কয়েকটি নৌকায় করে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রভাবশালীরা। ফকিরের বাজার এলাকায় কংশ নদে এমনিতেই ভাঙন শুরু হয়েছে। এ সময় নদী থেকে বালু উত্তোলন করলে বাজার সহ নদীর পাড়ের বাড়িঘর বিলীন হয়ে যাবে বলে জানায় তারা। বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান বলেন, আজ সোমবার সন্ধ্যায় তাদের জেল হাজতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.