
তপন দাস, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলায় ট্রাক চাপায় বাইক চালক তানজিম হাসান তুহিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আনুমানিক ২ টা ৩০ মিনিটে জলঢাকা- রংপুর সড়কের জলঢাকা পেট্রোল পাস্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ি এলাকার গোলাম আজমের ছেলে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় নিহত তুহিন পেট্রোল কেনার জন্য তেল পাম্প যাওয়ার পথে সড়কের গর্তে ধাক্কা খেয়ে রংপুর গামী ট্রাকের পিছনে চাকায় পরে গেলে গুরুতর আহত হয়। স্থানীয় জনগণ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। জলঢাকা থানার ওসি তদন্ত আব্দুর রহিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন ট্রাকটি আটক করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.