
মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি:
আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন ও বদলপুর ইউনিয়নে পৃথক দুটি বিশেষ অভিযানে অভিযুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ শে অক্টোবর ভোর বেলায় আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাঈদূল হাসানের নেতৃত্বে পৃথক দুটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে জুয়া ও সি আর মামলায় ৫ জন আসামীকে গ্রেফতার করেন।
আজমিরীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই (নিঃ) মোহাম্মদ আবুল কালাম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ৫ নং শিবপাশা ইউনিয়নে ৭ নং জুয়া মামলায় বিশেষ অভিযান চালিয়ে ৩ জুয়া খেলার ব্যবহৃত ১টি কম্বল, ৫ প্যাকেট তাস ও ১২০০০ টাকা সহ ৩ জন আসামীকে আটক করে। আটকৃত আসামীর হল আজমিরীগঞ্জ পৌরসভা ৬ নং ওয়ার্ডের নোয়ানগর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (৩৫), আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নোয়ানগর গ্রামের তালি হোসেনের ছেলে মোঃ রোমান মিয়া (৩১), শিবপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত মোতার মিয়ার ছেলে মোঃ ছালেক মিয়া(৪০) । অপর দিকে, ২নং বদলপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে এস আই (নিঃ)ভূপেন্দ চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্স সহ সি আর ৯৩/২৪ এর পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার করেন।
গ্রেফতাকৃত আসামীরা হল পাহাড়পুর নদীর পাড় চর হাটির সুশিল দাসেরর ছেলে সতিষ দাস, ও রতি কান্ত দাসের ছেলে নারদ দাস, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ বি এম মাঈদূল হাসানের সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি বলেন,পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশ অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.