
আশরাফুল আলম শিহাব, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালকসহ ছয়জন নিহত হয়েছেন।আজ শনিবার দুপুরে ইটাখোলা-কটিয়াদী সড়কের পঁচারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবপুর থেকে সিএনজি নারী-পুরুষসহ পাঁচজন যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিএনজিটি শিবপুর উপজেলার পঁচারবাড়ী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ পাঁচ যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,পঁচারবাড়ী এলাকায় দুর্ঘটনায় সিএনজির চালক ও যাত্রীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে কারও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.